গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা সমবায় কার্যালয়
বড়াইগ্রাম,নাটোর।
নোটিশ
স্মারক নং – 47.61.6915.241.32.060.98/193 তারিখঃ-27/08/19 খ্রিঃ।
জেলা সমবায় অফিসার,নাটোর এর আদেশ নং-426(32) তারিখঃ-26/06/19খ্রিঃ মূলে প্রদত্ত ক্ষমতা মোতাবেক নাটোর জেলা ছাগল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃএর 2018-19 খ্রিঃ সনের বার্ষিক অডিট সমবায় সমিতি আইন/2001এর 45 ও 46 ধারা ও বিধিমালা/2004 এর বিধি 100,101,102 মোতাবেক সম্পাদনের লক্ষ্যে নিম্ন-স্বাক্ষরকারী কর্তৃক উক্ত সমিতির অডিট কার্যক্রম আগামী 05/09/19 খ্রিঃতারিখ সকাল 10.00ঘটিকায় সমিতির অফিস কক্ষে আরম্ভ করা হবে। উক্ত অডিট কায সম্পাদনের লক্ষ্যে নিম্নে উল্লেখিত হিসাব বিবরণী/রেকর্ড পত্রাদি হালনাগাদ নিম্ন-স্বাক্ষরকারী বরাবর দাখিল করার জন্য অনুরোধ করা হলো।
হিসাব বিবরণী/রেকর্ড পত্রাদিঃ
প্রতি,
সভাপতি/সম্পাদক
নাটোর জেলা ছাগল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ
লক্ষিকোল,বড়াইগ্রাম,নাটোর।
(তরুন কুমার দাস)
অডিট অফিসার
ও
উপজেলা সমবায় অফিস
বড়াইগ্রাম,নাটোর।
স্মারক নং – 47.61.6915.241.32.060.98- তারিখঃ-27/08/19 খ্রিঃ।
সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুলিপি প্রেরন করা হলোঃ-
1। সভাপতি,নাটোর জেলা ছাগল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ তাঁকে উক্ত সমিতির 2018-19 সনের বার্ষিক অডিট সম্পাদনে সার্বিক সহযোগীতা প্রদানের জন্য অনুরোধ করা হলো এবং সদস্য/সদস্য সমিতির নিজ নিজ হিসাব মিলিয়ে নেওয়ার নিমিত্তে তাদেরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
2। জেলা সমবায় অফিসার,নাটোর।
3। উপজেলা সমবায় অফিসার,বড়াইগ্রাম,নাটোর।
4। অফিস নথি। সহকারী পরিদর্শক
উপজেলা সমবায় অফিস
বড়াইগ্রাম,নাটোর।
অডিট বিγপ্তি
এতদ্বারা নাটোর জেলা ছাগল ব্যবসায়ী সমবায় সমিতিলিঃ এর সকল সদস্য সমিতিকে জানানো যাইতেছে যে, নাটোর জেলা ছাগল ব্যবসায়ী সমবায় সমিতিলিঃ এর 2018-19 খ্রিঃ সালের বার্ষিক বিধিবদ্ধ অডিট কার্য আগামী 05/09/19 খ্রিঃ তারিখ বেলা 10.00 ঘটিকার সময় সমিতির কার্যালয়ে আরম্ভ করা হইবে। আপনার সমিতির 30/06/19 খ্রিঃ তারিখ পযর্ন্ত সকল দেনার/পাওনার হিসাব সমিতিতে রক্ষিত হিসাবের সহিত মিলাইয়া লওয়ার জন্য অনুরোধ জানানো হইল।অন্যথায় উক্ত সমিতিতে রক্ষিত হিসাবকে চুড়ান্ত হিসাব বিবেচনা করিয়া অত্র অডিট কার্য সমাপ্ত করা হইবে।
(তরুন কুমার দাস)
অডিট অফিসার
ও
উপজেলা সমবায় অফিস
বড়াইগ্রাম,নাটোর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস